
মতলব উত্তর (চাঁদপুর): ৩ নভেম্বর শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রদর্শিত হবে।
সকল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত, দুপুর ২ থেকে বিকাল ৫ টা ও সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত তিন ধাপে সিনোটি দেখানো হবে। চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি এর সৌজন্যে মুজিব সিনেমা দেখানো ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী, স্বাধীনতা বাংলাদেশ ও স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সমস্ত চিত্র তুলে ধরা হয়েছে সিমাটিতে। সারাদেশে মুক্তি পাওয়ার পর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় বিনামূল্যে সিনেমাটি জনসাধারনের জন্য প্রদর্শিত করা হবে। উক্ত সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড থেকে সংগ্রহ করেছেন এম ইসফাক আহসান।
তিনি বলেন, বাঙালী জাতির মুক্তি, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর জীবনী এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে প্রতিটি মানুষকে জানতে এই সিমাটির বিকল্প নেই। তাই আমি এই মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি বিনামূল্যে জনসাধারনের জন্য প্রর্দশনের ব্যবস্থা করেছি। ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে সকাল ৯ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত সিনেমাটি প্রদর্শিত হবে। সকলে উপস্থিত হয়ে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করেন এম ইসফাক আহসান।
ফম/এমএমএ/