
চাঁদপুর: চাঁদপুরের শাহারাস্তিতে আগামী ১ লা সেপ্টেম্বও শুক্রবার থেকে পুনরায় শুরু হচ্ছে শাহারাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৭টি খেলা এখনো বাকী রয়েছে।
শাহারাস্তি সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই চাঁদপুর জেলার মধ্যে উপজেলায় পর্যায়ে এই প্রথম টি-২০ ক্রিকেটে বড় ধরনের আয়োজন করা হয় টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে এবং হবে সুচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে।
টুর্নামেন্টের উদ্ধোধন করেন মুক্তিযুদ্ধেও জীবন্ত কিংবদন্তী সাবেক সররাষ্ট্রমন্ত্রী মেজর ( অবঃ ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। টুর্নামেন্টের চ্যম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা ও রানার আপ দল পাবে ২৫ হাজার টাকা। টুনামেন্টের শুরু থেকেই খেলাগুলো অনলাইন স্পোটসের মাধ্যমে দেখানো হচ্ছে আয়োজক ও শাহারাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু জানিয়েছেন।
টুর্নামেন্টের উদ্ধোধনের পরই কয়েকটি ম্যাচ হওয়ার পরই বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টির ফলে যেই মাঠে টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছিলে সেই মাঠটির চারপাশেই বৃষ্টির কারনে বিভিন্ন গর্ত ও পুকুরের পাড় ভেঙ্গে যায়। শুরু থেকেই টুর্নামেন্টের আয়োজক মাঠ সংস্কার ও পরবর্তীতে পুনরায় খেলা শুরু করার জন্য ব্যাক্তিগত পক্ষ থেকে মাঠের বিভিন্ন স্থান সংস্কার করা সহ মাঠটিকে খেলার উপযোগি কওে তুলেছেন। টুর্নামেন্টে অংশ নেয়া বেশ কয়েকটি ক্রিকেট দলের কর্মকতারা জানান, শুরু থেকে পুনরায় মাঠ সংস্কার পর্যন্ত আয়োজক সাদ্দাম হোসেন মিঠুর প্রায় ৩ লক্ষ টাকার মতো খরচ করেছেন। তারপর টুর্নামেন্টের খেলাগুলো শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আয়োজকদেও পক্ষ থেকে।
টুর্নামেন্টের আযোজকদের মাধ্যমে জানা যায় যে টুনামেন্টে ৩২ টি দল অংশগ্রহন করেছে। দলগুলো হলোÑ সি এন ফ্রেন্ডস সার্কেল একাদশ, চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশন, চিতোষী রাজধানী স্পোর্টিং ক্লাব,অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ,গোল্ডেন স্টার একাদশ, রাগৈ স্পোর্টিং ক্লাব ,ভড়ুয়া সূর্যমুখী ক্লাব, বসুপাড়া স্পোটিং ক্লাব, সুচিপাড়া ক্রীড়া সংস্থা, রাইজিং স্টার, সূচিপাড়া চলো বহুদূর ,সূচিপাড়া পাথৈর ফাইভ স্টার ক্লাব,উপলতা স্পোর্টিং ক্লাব, টাইগার স্পোটিং ক্লাব ,ইলেভেন স্টার একাদশ, রাইস্রী টাইগারস ক্রিকেট ক্লাব,কাকৈরতলা স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি থানা একাদশ ,সবুজ সংঘ একাদশ, মুজাফফরগঞ্জ স্পোর্টিং ক্লাব, প্রবাসী একাদশ ,উঘারিয়া স্পোটিং ক্লাব, উনকিলা স্পোটিং ক্লাব, খেড়িহর একতা একাদশ ,বেননাইয়া ইয়ং স্টার ক্লাব, সোনালী অতীত ক্লাব, কুমোরটলা টাইগার ক্লাব,,নগর বাউল স্পোটিং ক্লাব, সিটি বয়েজ চাঁদপুর,মনোহরপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব, শাহরাস্তি স্পোর্টিং ক্লাব ,মিজান একাদশ, সুচিপাড়া একাদশ।
টুনামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন মিঠুর সাথে আলাপকালে তিনি জানান,এই প্রথম আমাদেও উপজেলায় বড় ধরনের টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টের দলগুলোতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ অনেক জেলার ক্রিকেটারগনই অংশ নিয়েছেন। শুরু থেকে টুর্নামেন্টের খেলাগুলো ১৬ ওভার কওে অনুষ্ঠিত হয়েছে। অংশ নেয়া দলগলোকে নিয়ে প্রথম রাইন্ডের খেলাগুলোর সূচী করা হয়েছিলো। পরবর্তীতে ১৮টি দল ৯ টি ম্যাচে অংশ নেয়। বাকী ১৪টি দলের ৭টি ম্যাচ আশা করি ১ লা সেপ্টেম্বও থেকে শুরু করবো বলে আশা করছি। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলাগুলোতে দলগুলোকে ২০ওভারের ম্যাচে অংশ নিতে হবে। টুর্নামেন্টের খেলাগুলো সুন্দরভাবে শেষ করার জন্য যদি কোন সুহৃদয়বান ক্রীড়া সংগঠক কিংবা বড় কোন কোম্পানীর পৃষ্টপোষক এগিয়ে আসতো তাহলে আরো জাকঝমকভাবেই টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনা করা যেতো।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী কয়েকটি ক্লাবের কর্মকতাদেও সাথে এ প্রতিবেদকের মুঠোফোনে আলাপকালে তারা জানান, এই প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শাহারাস্তি উপজেলাতে ব্যায়বহুলভাবে টেপটেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন হয়েছে। আয়োজকরা দলগুলোর খেলার জন্য সুন্দও পরিবেশ করে রেখেছেন। উপজেলা পর্যায়ে এ ধরনের আয়োজন করায় শাহারাস্তি ক্রিকেট একাডেমীর প্রতি কৃতজ্ঞতা জানান অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়রা।
ফম/এমএমএ/চৌইই/