চাঁদপুর: শুক্রবার (৩১ মে) বিকেল ৫টায় চাঁদপুর সাহিত্য একাডেমীর মাসিক সাহিত্য আড্ডা ২০২৪ অনুষ্ঠিত হবে।
সাহিত্য একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করবেন চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের সাহিত্যিকগণ।
এবারের সাহিত্য আড্ডায় সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের জীবন ও কর্ম নিয়ে স্বরচিত সাহিত্য পাঠ করা হবে। এছাড়াও সাহিত্যিকদের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
স্বরচিত সাহিত্য পাঠ ও আলোচনা সভায় কবি, কথাসাহিত্যিক, গল্পকার ও বিভিন্ন পর্যায়ের সাহিত্যিকগণ সাহিত্য পাঠ করবেন।
স্বরচিত লেখা নিয়ে সাহিত্য একাডেমীতে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন একাডেমীর অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুস্তাফিজুর রহমান।
সাহিত্য একাডেমীর এবারের সাহিত্য আড্ডাকে কেন্দ্র করে সাহিত্য একাডেমী প্রাঙ্গণ উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে উঠবে এমনটাই মনে করছেন সাহিত্য সংশ্লিষ্টরা।
ফম/এমএমএ/