শীর্ষে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

কচুয়ায় এসএসসিতে পাসের হার ৯৫.৯৭, জিপিএ-৫ পেয়েছে ৬২১

কচুয়া (চাঁদপুর) : এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুরের কচুয়ায় সর্বমোট ৪১৬৯জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ন হয়েছে ৪০০১জন। পাসের হার ৯৫.৯৭ভাগ। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬২১জন। এর মধ্যে ৬টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। শতভাগ পাস করা বিদ্যালয়গুলো হচ্ছে- কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়, বাইছারা উচ্চ বিদ্যালয়, নিন্দপুর উচ্চ বিদ্যালয় ও আইনগীরি উচ্চ বিদ্যালয়।
এছাড়া উপজেলার হযরত শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় থেকে, তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে মোট ৯২১জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৮৬৪ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৩.৮১। জিপিএ ৫ পেয়েছে ১৩০ জন।

উপজেলার শীর্ষে গবরখোলা আদর্শ দাখিল মাদ্রাসা: কচুয়ায় দাখিল পরীক্ষায় পাসের হার ৯১.৪৪ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন

এবারের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফলে চাঁদপুরের কচুয়ায় সর্বমোট ১৩৬৭জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ন হয়েছে ১২৫০জন। পাসের হার ৯১.৪৪ ভাগ। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১২৮জন। এ বছর ৬টি মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করে। শতভাগ পাস করা প্রতিষ্ঠান গুলো হচ্ছে – গবরখোলা আদর্শ দাখিল মাদ্রাসা, মনোহরপুর ফাজিল মাদ্রাসা, কাদলা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দোঘর মহিলা মাদ্রাসা, সাচার ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও বরদৈল মোয়াল্লিল তেফলিয়া দাখিল মাদ্রাসা।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম