চাঁদপুর: সারাদেশের ন্যায় চাঁদপুরেও শীতের প্রকোপ বেড়েছে। শীতের প্রকোপ থেকে কিছুটা ভালো থাকার জন্যে বুরো বাংলাদেশ (এনজিও) চাঁদপুর সদর শাখার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের চৌধুরী ঘাটস্থ বেঁদে পল্লীতে অসহায়দের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শীতার্তদের উদ্দেশ্যে বলেন, বুরো বাংলাদেশ চাঁদপুর সদর নাগরিকদের মধ্যে আপনাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। সরকারও আপনাদেরকে সবকাজে বিশেষ অগ্রাধিকার প্রদান করে থাকেন। কারণ সরকার মনে করেন চাঁদপুর সদরের যে জনগোষ্ঠী নদীতীরবর্তী অঞ্চলে বসবাস করছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোন দুঃখ দুর্দশায় সরকার আপনাদের অগ্রাধিকার দিয়ে পাশে থাকছেন। সকল সুযোগ সুবিধা বর্ধনের জন্যে সরকার বদ্ধপরিকর।
বুরো বাংলাদেশ এনজিও চাঁদপুরের এলাকা ব্যবস্থাপক মো. আব্দুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আঞ্চলিক ব্যবস্থাপক চাঁদপুর এর মো. রিয়াজ উদ্দিন।
এছাড়াও বুরো বাংলাদেশ (এনজিও) চাঁদপুরের উর্ধ্বতন কর্মসূচি সংগঠক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি সালাহউদ্দিন আহমেদ, ব্র্যাক চাঁদপুর জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মরু হাজী, মো. নুরুন্নবীসহ আরো অনেকে।
এদিনে পুরো চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বুরো বাংলাদেশ (এনজিও)চাঁদপুরের পক্ষে অসহায় শীতার্তদের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফম/এমএমএ/