চাঁদপুর: তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন এই স্লোগানে চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রবিবার (৬ এপ্রিল) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ র্যালী বের হয়।
এসময় প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক (পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, খেলাধুলায় শরীর স্বাস্থ্য ও মন ভালো রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। তাই খেলাধুলায়ও গুরুত্ব দিতে হবে। একজন ব্যাক্তিকে সুস্থ্য থাকতে হলে নিয়মিত শরীরের যত্ন নিতে হয়।
আর খেলাধুলায় কিন্তু সেই যত্নের কাজটি সেরে যায়। আমরা শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও উৎসাহিত করবো। তারা যেন সুস্থ্য দেহ সুস্থ্য মন নিয়ে বেড়ে উঠতে পারে। তিনি আরো বলেন, অভিভাবকগণ সন্তানের প্রতি আরো বেশি যত্নশীল হতে হবে। তাহলে এই শিশুরাই আগামীতে বিশ্ব জয় করবে।
এসময় চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার- মোঃ রফিকুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান খান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কেএম সালাউদ্দিন, অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরামসহ অসংখ্য ক্রীড়া শিক্ষার্থী ও শিক্ষক এবং অভিভাবকগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে র্যালীটি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রদক্ষিণ শেষে ক্রীড়া শিক্ষার্থী ও শিক্ষকগণসহ চাঁদপুর স্টেডিয়ামে অনুশীলন করার জন্য অংশগ্রহণ করে।
ফম/এমএমএ/