মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্য ইসলামাবাদ গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী নাজমুল করিম (৮০) গত ৩ এপ্রিল ঢাকায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। ৫ এপ্রিল শুক্রবার সকাল ৯ ঘটিকায় মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ মরহুমের নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন। পরে মরহুম নাজমুল করিমের মৃতদেহ ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
নাজমুল করিম একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। নাজমুল করিম গোল্ডকাপ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন। এবং সুজাতপুর ডিগ্রি কলেজের গভর্নিং শিক্ষানুরাগী সদস্য ছিলেন। তিনি একাধিক পোষাক কারখানার মালিক ছিলেন।
ফম/এমএমএ/