শিক্ষা ব্যবস্থার কারিকুলাম নষ্ট করে দিয়েছে ফ্যাসিস সরকার : মানিক

আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  

চাঁদপুর:  চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড দক্ষিণ গুনরাজদী আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণ বার্ষীক  ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার একটি কারিকুলাম রয়েছে। গত ১৭ বছর এই কারিকুলাম নষ্ট করে দিয়েছে ফ্যাসিস সরকার। আল্লাহর অশেষ রহমতে ও সকলের অক্রান্ত পরিশ্রমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে একটু সময়ের ব্যাপার। তবে শিক্ষার আগের পরিবেশ ফিরে আসবে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেয়া হবে।ফ্যাসিস্ট
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম,সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালার মিশন, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাডঃ হারুনুর রশীদ,আনোয়ারা ইসলাম সমাজ কল্যান ট্রাস্টের সভাপতি মোঃ আসাদুজ্জামান সুজন। স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপুর আলহাজ্ব মোঃ জিয়াউদ্দিন খন্দকার।
অনুষ্ঠান যৌথ সঞ্চালনায় ছিলেন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ভূইয়া ও সাধারণ সম্পাদক মোঃ নাছির ভূইয়া।  সব শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম