শিক্ষার্থী‌দের মেধা বিকাশের জন্য সরকার সব কিছু করছে : এডিসি এরশাদ

চাঁদপুর:  চাঁদপুর ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ‌বিদ‌্যালয় প্রাঙ্গ‌ণে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়া‌রি) বিদ‌্যালয় প্রাঙ্গ‌ণে দিনব‌্যাপী ক্রীড়া প্রতি‌যো‌গিতার পুরষ্কার বিতরণী প‌র্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (‌শিক্ষা ও আই‌সি‌টি) ও বিদ‌্যালয় ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি মোঃ এরশাদ উ‌দ্দিন।
তি‌নি ব‌লেন, বর্তমান শিক্ষা ব‌্যবস্থায় সকল প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের  আধু‌নিক শিক্ষা ব‌্যবস্থায় শি‌ক্ষিত। তারপ‌রেও‌ে বিদ‌্যালয়গু‌লো  থে‌কে ছাত্র ছাত্রীদের সংখ‌্যা ক‌মে যা‌চ্ছে। আপনারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির পর অন‌্য কোন প্রতিষ্ঠা‌নে ভ‌র্তি করান। ধর্মীয় শিক্ষার জন‌্য অন‌্য নূরানী মাদরাসায় বচ্চা‌দের নি‌য়ে যান।  কিন্তু প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে ধর্মীয় শিক্ষার ব‌্যবস্থা র‌য়ে‌ছে। মাঝপ‌থে আপনার বাচ্চা‌কে নি‌য়ে যে‌তে পার‌বেন ।
শিক্ষার্থী‌দের মেধ‌া বিকাশের জন‌্য সরকার সব কিছু কর‌ছে। দয়াক‌রে ছোট ছোট ছে‌লে মে‌য়েদের মোবাইল দি‌বেন না। ভাত খায়া‌নোর জন‌্য মোবাইল দি‌য়ে খাওয়া‌বেন না। ‌শিশু‌দের বিকা‌শে খেলাধূলার গুরুত্ব অপরিসীম।
বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামা‌লের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তিথির বক্তব‌্য রা‌খেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সা‌বেক শিক্ষক কাইয়ুম ফারুকী, জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা ফা‌তেমা মে‌হের ইয়াস‌মিন।
অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন সহকারী শিক্ষক কাজী ইমরান কাজী ইমরান। অনুষ্ঠা‌নে আম‌ন্ত্রিত অতি‌থিসহ বিদ‌্যাল‌য়ের শিক্ষকগণ উপ‌স্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম