চাঁদপুর: চাঁদপুরের সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে এবং সহ সভাপতি সামিউল প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদেরকে দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রান্তিক সংগঠন একটি আধুনিক ও মননশীল সমাজ গড়ার জন্য নিরলসভাবে কার্যক্রম চালিয়ে আসছে, যা সত্যিই প্রসংশনীয়। শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য তিনি প্রান্তিকের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ১০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও ফাইল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রান্তিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, অগ্নিবীণা পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম ঢালী, সহ সভাপতি আকরাম হোসেন , দপ্তর সম্পাদক ওমর ফারুক শুভ সহ প্রান্তিকের সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/