
চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আলম চৌধুরী, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়েজুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়েজ আহমেদ প্রধানীয়া প্রমুখ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আব্দুল্লাহ্ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম পাটওয়ারী বীর বিক্রম, এড. মোঃ মিজানুর রহমান, ফাতেমা বেগম এবং মোঃ ওমর ফারুক।
অভিভাবকগণ তাদের বক্তব্যে কলেজ অধ্যক্ষের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, “এই সভার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের বাস্তব অবস্থা জানতে পেরেছি। আমাদের সন্তানরা যেন ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে তার জন্য আমরা সচেতন থাকবো”।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ চাঁদপুর জেলা তথা মেঘনা পাড়ের শ্রেষ্ঠ নারী শিক্ষার বিদ্যাপীঠ। প্রতিষ্ঠান থেকে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করার পর বুয়েট, মেডিকেল, সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে। আশা করি এই শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আরো ভালো হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য অবশ্যই অভিভাবকদের অধিকতর ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে স্মার্টফোন ব্যবহারে নিরুৎসাহিত করেন এবং নিয়মিত শ্রেণি কক্ষে উপস্থিত থাকার আহ্বান জানান। যে সকল শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে তারাই পরবর্তীতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে।
তিনি আরও বলেন যে, বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কারিকুলাম সময়োপযোগী করা হয়। তাই বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে কারিকুলাম রয়েছে তা বাস্তবসম্মত, বিজ্ঞান নির্ভর এবং সময়োপযোগী। কারিকুলাম নিয়ে যে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ফম/এমএমএ/