
চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী ঢাকা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ এর শারীরিক সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী মাঝির উদ্যোগে রোববার (৩০ জানুয়ারি) বাদ আসর পুরান বাজার মধ্য শ্রীরামদী, চাঁদপুর পৌর কবরস্থান রোডস্ত মোহাম্মদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাবডিং এ অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে, সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আলী মাঝি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল শিক্ষামন্ত্রী ও চাঁদপুরের উন্নয়নের রূপকার ডাঃ দীপু মনি এমপির স্বামী ঢাকা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন যাবৎ অসুস্থ। তাকে যেন মহান সৃষ্টিকর্তা দ্রুত সুস্থতা দান করেন এর জন্য তার পরিবারের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
একই সাথে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা আরো বেগবান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক অন্তর বেপারী, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন, মোহাম্মদিয়া কওমি মাদ্রাসার শিক্ষক, হাফেজ মাওলানা হাফিজুর রহমান, হাফেজ মাওলানা মোতাহার হোসেন, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা আকরাম হোসেন, হাফেজ মাওলানা আসাদুল্লাহ প্রমুখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীগণ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীগণ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/