শিক্ষামন্ত্রীর জন্মদিনে মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পালন

চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জন্মদিন উপলক্ষে চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের ওয়ারলেছ এলাকায় ‘চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনিস্টিউট’ এ এসব কর্মসূচির আয়োজন করা হয়।

মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি মো. আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন-মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াদ হাসান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন রিয়াদ, ইন্সটিটিউট ছাত্রলীগের নেতা জুয়েল, আতিক, আশরাফুল, নোমান বকাউল, সহিদুল ইসলাম, নিজামসহ ইন্সটিটিউট ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিনে ৬৯ টি ঔষধি ও ফলজ জাতের গাছের চারা রোপণ করা হয়।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম