শিক্ষক হলো জাতি গড়ার কারিগর : অধ্যক্ষ মাসুদুর রহমান

চাঁদপুর সরকারি মহিলা কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ এর আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৫ অক্টোবর) সকালে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কামনাশীষ দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসা. আবজম খানম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এনটিআরসিএর পরিচালক মোঃ আব্দুর রহমান (যুন্ম সচিব)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, অতিথি মোঃ আব্দুর রহমান।

আলোচনা সভায় সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষকদের হাত ধরেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে এবং তাদের হাত ধরেই দেশ সম্বৃদ্ধ হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন”।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম