চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ সেলিম রত্নগর্ভা মায়ের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বুধবার বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ মোবারক টাওয়ার মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোবারক হোসেন চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ গাজীর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর শাখার সহ-সভাপতি বোরহান খান, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু , সংগঠনের সদস্য অধ্যাপক আবুল কালাম, মাওলানা শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।
ফম/এমএমএ/