
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি, জেলা কমিটির সহ-সভাপতি ও পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ বতুল চৌধুরীর প্রয়াণে স্মরণ সভা ১৯ আগস্ট বিকাল ৪ টায় শহরস্হ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. বিলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন, প্রয়াতের জ্যেষ্ঠ ছেলে নাজমুল হাসান চৌধুরী, জেলা কমিটির সাবেক সহ-সভাপতি আবদুল গনি, জেলা সহ- সভাপতি মো. আবুল খায়ের মিয়া, মতলব দক্ষিণের সভাপতি ও জেলা সাংগঠনিক সম্পাদক মো.আলী আক্কাছ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা জাহান,হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. মাঈন উদ্দিন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মো. বাকী বিল্লাহ, চাঁদপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত আহবায়ক মো. কাজল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী,মতলব উত্তরের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রতন, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, মতলব দক্ষিণের সাধারন সম্পাদক মো. নুরুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন, জেলা দপ্তর সম্পাদক মো. হাসান আহমেদ, মতলব দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ফয়েজুল আলম, চাঁদপুর সদর উপজেলা দপ্তর সম্পাদক ইমরান শাকির।
সভা পরিচালনা করেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলা কমিটির অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ।
স্মরণ সভায় শিক্ষক নেত্রী কানিজ বতুল চৌধুরীর বর্ণাঢ্য শিক্ষকতা জীবন ও সাংগঠনিক জীবন নিয়ে আলোচকগণ ব্যাপক আলোচনা করেন। তাঁর অবদানের প্রতি নেতৃবৃন্দ ভূয়সী প্রশংসা করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন।
স্মরণ সভায় কানিজ বতুল চৌধুরীর পরিবারের সদস্যরাও উপস্হিত ছিলেন।
ফম/এমএমএ/