শিক্ষকদের দেখে শিক্ষার্থীরা যেন আদর্শ ব্যক্তিত্বের দেখা পায় : মেজর অব. রফিকুল ইসলাম

হাজীগঞ্জ (চাঁদপুর): শিক্ষকদের দেখে শিক্ষার্থীরা যেন আদর্শ ব্যক্তিত্বের দেখা পায়, আজকের এই শিক্ষক দিবসে সব শিক্ষকের মধ্যে এই জিনিসটি জাগ্রত হোক বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। শিক্ষার মানোন্নয়ণে শিক্ষকদের বিশাল ভূমিকা রয়েছে। তবে অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশের শিক্ষকরা এখনো অবহেলিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে শিক্ষকদের উন্নয়ণে আরো কি করা যায়। সে বিষয়ে কথা বলবো।

তিনি বলেন, ১৯৯৫ সালে সর্বপ্রথম বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে ইউনেস্কোর যে ঘোষণা, তারই পরিপ্রেক্ষিতে এবারই প্রথম বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শিক্ষক দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশে শিক্ষকদের আত্মমর্যাদা ও সম্মান যে বৃদ্ধি পেয়েছে এই দিবস পালনের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত হলো। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এর পূর্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা চত্বর থেকে শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ঘুরে উপজেলা মিলনায়তনে আলোচনায় সভায় মিলিত হয়।

শিক্ষক দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক;শিক্ষক স্বল্পতাপূরণ বৈশ্বিক অপরিহার্য’

উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ, শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবয়ক ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহমেদ, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সূনির্মল দেউড়ী, বাংলাদেশ জমিউতুল মোদাররেছীন হাজীগঞ্জ উপজেলা সভাপতি ও রাজারগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিসুর রহমান, দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম, বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মিজানুর, হাজীগঞ্জ পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাঈদ চৌধুরী, বলাখাল জেএন স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ খোদেজা বেগম, কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটওয়ারী, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর তপাদার প্রমূখ।

অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন।

বিশ্ব শিক্ষক দিবসে হাজীগঞ্জে ৮জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও টঙ্গিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন সর্দারের সার্বিক ব্যবস্থাপনায় ত্রিনদী পত্রিকার নির্বাহী সম্পাদক জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নাসিরাবাদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ নাজিমুদ্দিন, গীতাপাঠ করেন হাজীগঞ্জ পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষক রনি চন্দ্র দাস।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম