শাহ্তলী কামিল মাদরাসায় আলিম পরীক্ষায় ফলাফল সাফল্যজনক

চাঁদপুর:  বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড ঢাকা’র অধীন চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদরাসায় ২০২২সালের আলিম পরীক্ষায় ৪জন জিপিএ ৫ (এ+) সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় মোট ৪৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪৫জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৯৫.৭৫ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ (এ+) গ্রেড পেয়েছে ৪জন, এ গ্রেড পেয়েছে-২৫জন, এ- গ্রেড পেয়েছে-১৪জন, বি গ্রেড পেয়েছে-২জন।

আলিম পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীরা হলো:  আকলিমা আক্তার, পিতার নাম-মোঃ ফারুক গাজী, গ্রাম-ভাটেরগাঁও, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর। শারমিন আক্তার, পিতার নামঃ নুরুল ইসলাম খান, গ্রাম-পাইকদি, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর । খাদিজা আক্তার, পিতার নাম-সফিকুল ইসলাম, গ্রাম-কর্দ্দিপাঁচগাঁও, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর । মাহমুদা আক্তার সাদিয়া, পিতা-মিজানুর রহমান সরকার, গ্রাম-পাইকদি, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

এদিকে, ২০২২ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ সকল শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যবৃন্দ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম