
শাহারাস্তিতে মরহুম অ্যাডঃ এহসানুল গনির কবর জিয়ারত করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ছবি: ফোকাস মোহনা.কম
চাঁদপুর: চাঁদপুরের শাহারাস্তিতে মরহুম অ্যাডভোকেট এহসানুল গনির কবর জিয়ারত করলেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির এ আইনজীবী গত ২০২০ সালের ৭ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩ মার্চ) বাদ আছর শাহারাস্তি উপজেলার ভাটনীখোলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: কামালউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অ্যাড: সেলিম আকবর, অ্যাড: ইব্রাহিম খলিল, সমিতির সদস্য তোফাজ্জল হোসেন, রফিকুল হাসান রীপন, কাজী খায়রুল হাসান ঝুমন, মাইনুল ইসলাম,মহসিন খান, সাইফুল ইসলাম পাটওয়ারী, শাহেদুল হক মজুমদার সোহেল, ওমর ফারুক টিটু, ইয়াসিন আরাফাত ইকরাম, কামাল হোসেন ও মাহবুবল ইসলাম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/চৌইই/