
শাহরাস্তি (চাঁদপুর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির আয়োজনে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে শাহরাস্তি গেইট দোয়াভাংগা থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে সমাবেশে মিলিত হয়।
র্যালির শুরু থেকেই নেতাকর্মীদের হাতে হাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ব্যানার ফেস্টুন শোভা পায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমান তালে খোকন ভাই খোকন ভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহরাস্তির রাজপথ। বিকেল ৪ টায় র্যালিটি শুরু হয়ে মেহের কলেজ, উপলতা, ঠাকুর বাজার, কালিবাড়ী প্রদক্ষিণ করে সন্ধ্যায় উপজেলা পরিষদে মাঠে এসে পৌছে।
এসময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, শাহরাস্তি হাজীগঞ্জে আনোয়ার হোসেন খোকনের কোন বিকল্প নেই। দলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, বিএনপি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে কিছু ব্যাক্তি, আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। আগামী দিনে আমরা আনোয়ার হোসেন খোকন ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই। শাহরাস্তির মাটি আনোয়ার হোসেন খোকন ভাইয়ের ঘাঁটি।
শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পৌর সভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান পাটোয়ারী। র্যালিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা নেত্রী হাসিনা আক্তার, শাহাদাত হোসেন মাস্টার, বিএনপির নেতা কাজী জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম, আবুল বাসার, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুস রানা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, পৌর যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম সুমন, যুবদল নেতা আতাহার আহমেদ তানভীর, ছাত্রনেতা শাহজাহান সম্রাট। র্যালিতে শাহরাস্তি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল সহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালি শুরু হওয়ার পূর্ব থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় দোয়াভাংগার নির্ধারিত স্থান।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা। প্রথম বারের মতো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি সম্বলিত প্রকাশ্যে সমাবেশ হাওয়ায় আজকের র্যালিটিতে ভিন্ন মাত্রা যোগ হয়।
ফম/এমএমএ/