শাহরাস্তি-হাজীগঞ্জের প্রতিটি মানুষ আমার কাছ থেকে সেবা পাওয়ার দাবিদার : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

শাহরাস্তিতে ২টি ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধন

শাহরাস্তি (চাঁদপুর): মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, আমার কাছে যখন কোন ব্যাক্তি কোন বিপদে পড়ে আসে আমি তাকে জিগ্যেস করি না আপনি কোন দল করেন? যদি কোন ব্যক্তি নির্যাতিত হন বা অসুবিধায় পড়েন উনি যে দলেরই হোন আমি তাকে সহযোগিতা করি। এটা আমার দায়িত্ব। আমি আওয়ামীলীগ থেকে নির্বাচিত হয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি শাহরাস্তি-হাজীগঞ্জের প্রতিটি মানুষ আমার কাছ থেকে সেবা পাওয়ার দাবিদার। আমি এই এলাকার অভিভাবক, কে আমাকে ভোট দিয়েছেন তা দেখার বিষয় নয়। আমি সবার জন্য কাজ করে যাচ্ছি। রাজনৈতিক বিবেচনায় কোন কাজ হবে না। দলীয় ভেবে কাউকে বঞ্চিত করা যাবে না। ১৯৯৫ সাল থেকে আমি আপনাদের সাথে রয়েছি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের সাথে আমার যে আত্মার সম্পর্ক তা সবসময় বজায় থাকবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে এ ধরণের উন্নয়নের চিন্তাও কেউ কোনদিন করতে পারেনি। ১৯৯৬ সালের আগে শাহরাস্তিতে মাত্র ৫ কিলোমিটার রাস্তা পাকা ছিলো, আজকে শাহরাস্তি-হাজীগঞ্জে প্রায় সাড়ে ৬ শ’ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি ব্রীজ নির্মাণ করা হয়েছে। প্রায় ৮ শ’ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। দুই উপজেলায় ঘরে ঘরে বিনামূল্যে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শাহরাস্তিতে ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে ওয়াক ওয়ে নির্মানাধীন, যা সম্পন্ন হলে ছুটির দিনে ১০ থেকে ১৫ হাজার লোক ঘুরতে আসবে। প্রকল্পটি এ অঞ্চলের অর্থনৈতিক রূপ পাল্টে দিবে। জীব বৈচিত্র রক্ষা হবে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন ও রায়শ্রী উত্তর ইউনিয়নের নব নির্মিত ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। তিনি ওইদিন সকাল ১০টায় টামটা উত্তর ইউনিয়ন ও বেলা সাড়ে ১১টায় রায়শ্রী উত্তর ইউনিয়নের নব নির্মিত ইউনিয়ন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানদ্বয়ে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালি, বিশিষ্ট সমাজ সেবক মুকবুল আহমেদ, পৌরসভা মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা প্রকৌশলী মোঃ রেজোয়ানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি ও রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী ও রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মিজান।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম