
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি মডেল স্কুলের উদ্যোগে সীরাতুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, ইসলামি কল্যাণ ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ বিএসসি, সহকারী শিক্ষক মাও: মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মাও, আবু তাহের প্রমুখ।
ফম/এমএমএ/