শাহরাস্তি প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন গুনবতী আলকরা

চাঁদপুর : চাঁদপুরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আদলে দেশের বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়াম লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দিনব্যাপী জমকালো আয়োজনে উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনালে হাজীগঞ্জ ভিক্টোরী সুপার হিরোজ দলকে ৫০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুনবতী আলকরা স্পোর্টস ক্লাব চৌদ্দগ্রাম। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, মাদকের হাত থেকে এই প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট কার্যকরী ভূমিকা রাখে। এসব খেলা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম ক্রিয়ার প্রতি জাগ্রত হবে। বিশেষ করে এমন ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় দলে সুযোগ পাবে।

তিনি আরও বলেন, একটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এমন চমৎকারভাবে একটি মাট তৈরি করা যায়, কেউ না দেখলে বুঝতেই পারবে না। পুরো সময়ে আমি এই মাঠে বসে খেলাটি উপভোগ করেছি। যারা এমন চমৎকার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই।

এদিন ফাইনালের আকর্ষণ বাড়াতে মাঠে উপস্থিত ছিলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব ব্যক্তিবর্গসহ কয়েক হাজার দর্শক।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম