শাহরাস্তি পৌর ছাত্রদলের মাদক বিরোধী ফুটবল ম্যাচ

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে শাহরাস্তি পৌরসভা ৭ নং ওয়ার্ড ছাত্রদল কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী শিরোপা জেতে নেয় ৯ নং ওয়ার্ড ছাত্রদল।

খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই। জিয়াউর রহমানের হাতে গড়া এ দলটি ছাত্র সমাজের কাছে একটি আদর্শের নাম। আগামীতে ছাত্রদলের উদ্যোগে উপজেলা ব্যপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।

শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, ৯ নং ওয়ার্ডে  যুবদলের সভাপতি কবির হোসেন, যুবদল নেতা  হানিফ মিয়াজি, সোহাগ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব আবুল হায়দার, পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাসেল ইসলাম সুজন, ছাত্র নেতা সাম্মির পাটোয়ারী, শাহাদাৎ, ফাহিম ও রতন প্রমুখ।

খেলায় রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করে সৈয়দ মোল্লা।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম