চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি থেকে দুই সহিংসতাকারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনগত রাতে তাদেরকে উপজেলার এনায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
শুক্রবার (৪এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, ৩ এপ্রিল রাতে শাহরাস্তি উপজেলার এনায়েতপুর এলাকার মজুমদার বাড়ি এবং বাজার কমিটির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এমন সংবাদে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসান (২৯) এবং মেহেদী (২২) নামক সহিংসতাকারী আটক করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/