শাহরাস্তি থানায় নবাগত ওসি মোহাম্মদ আবুল বাসারের যোগদান 

শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোহাম্মদ আবুল বাসার যোগদান করেছেন।
রোববার  (১৯ অক্টোবর) রাতে তিনি কর্মস্থলে যোগদান করে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে   দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।
মোহাম্মদ আবুল বাসার ২০০৫ সালে আউটসাইড ক্যাডেট হিসেবে উপ-পরিদর্শক (এসআই) পদে পুলিশে যোগদান করেছেন।
 ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, ২পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
নবাগত ওসি মোহাম্মদ আবুল বাসার, আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম