শাহরাস্তি কাজী ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে পন্য মোড়কজাত না করায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং পরিমানে কম দেয়ায় কাজী ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার নির্দেশ এই অভিযান পরিচালিত হয়। রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার নির্দেশনায় এবং পরিদর্শক, বিএসটিআই, কুমিল্লা ও শাহরাস্তি থানার সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সঠিকভাবে পণ্য মোড়কজাত না করায় দুটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা করে এবং পরিমানে কম দেয়ায় কাজী ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম