শাহরাস্তি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমানের স্মরণে দোয়া মাহফিল

শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তিতে উপজেলা বিএনপি ও মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের ষষ্ঠ মৃত্যু বার্ষিক পালিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) পৌরসভার গুলাছি বাড়ি জামে মসজিদে আসরের নামাজের পর  শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ ফারুক হোসেন মিয়াজীর সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এ দোয়া- মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, উপজেলা কৃষক দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ শফিউল্লাহ মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মহিন উদ্দিন, পৌর বিএনপি’র সহ-সভাপতি শফিকুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক গাজী ফিরোজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোনালিসা মনা, মনির হোসেন বেপারি, পৌর যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন নয়ন,পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আল নাহিয়ান রাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজগর মোল্লা, মরহুমের  পুত্র মোঃ সোহেল রানা ও আদনান নোমান ,মেহের দক্ষিণ ইউপি যুবদলের সভাপতি মাসুদ কবির, সূচীপাড়া উত্তর ইউপি যুবদলের সভাপতি মোঃ ফাহাদ হোসেন, টামটা উওর ইউপি যুবদলের সভাপতি মমিন সিকদার, শ্রমিক নেতা হেলাল উদ্দিন, কালিবাড়ি বাজারের  বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ প্রমুখ ।
আয়োজিত আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কর্মী সমর্থক এবং মুসল্লিদের সম্মুখে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন গুলাছি বাড়ি জামে মসজিদের ইমাম।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম