শাহরাস্তি উপজেলা আ.লীগের সভাপতি মিন্টু, সম্পাদক আনোয়ার

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মোঃ কামরুজ্জামান মিন্টু সভাপতি ও জেড এম আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার মেহের ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সকাল ১০ টায় সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া।

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এড. নুরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডঃ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী ও পৌর মেয়র হাজী আঃ লতিফ।

ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম