শাহরাস্তির মাদক বিক্রেতা মতিন গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ শাহরাস্তির মাদক বিক্রেতা আবদুল মতিন (২৮) গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তাকে কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মতিন শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের দোপাল্লা গ্রামের শাহজাহানের ছেলে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম কচুয়া থানাধীন খাজুরিয়া বাস ষ্ট্যান্ডস্থ খাজুরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আসামী আব্দুল মতিনকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরিদশক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম