শাহরাস্তির মাদকব্যবসায়ী শরীফ হোসেন গ্রেফতার

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ৬০ পিচ ইয়াবাসহ (মেথএম্পিটামিন ক্যাফেইন) মোঃ শরীফ হোসেনকে গ্রেফতার (২৮) করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানার উপ-পরিদর্শক মোঃ সাহিদুর রহমান, মহিউদ্দিন আহমেদ, মোঃ গোলাম আজম ও জনী কান্তি দে উপজেলার কালিয়াপাড়া টু হোসেনপুর রোডে অভিযান চালিয়ে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের পুত্র মোঃ শরীফ হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৬০ পিচ ইয়াবা জব্দ করে।

শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/