চাঁদপুর: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহরাস্তির মাদকব্যবসায়ী মো. শরীফ আহমেদ (২৬) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৭ টা হতে ৯টা পর্যন্ত সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম ও শাহরাস্তি থানাধীন সেনগাঁও গ্রামের আকরাম উদ্দিন হাজি বাড়িস্থ আসামী মোঃ জামাল উদ্দিন এর নিজদখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় মোঃ জামাল (পলাতক) পিতা-মোঃ মৃত সিরাজুল ইসলাম, মাতা-মানজুমা বেগম কে ১(এক)কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সকাল ৮.৩০টা হতে ৯টা পর্যন্ত শাহরাস্তি থানাধী হোসেনপুর গ্রামের নোয়াবাড়ি গাউছিয়া মাদ্রাসা রোডস্থ আসামীর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ শরিফ আহমেদ,পিতা-দেলোয়ার হোসেন, মাতা-শেফালী বেগমকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম ও উপপরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।
ফম/এমএমএ/