শাহরাস্তির মাদকব্যবসায়ী এরশাদ আলী গ্রেফতার

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা , বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেহের স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পৌরসভার বাদিয়া গ্রামের মিনার বাড়ির মৃতঃ শামছুল হকের পুত্র মোঃ এরশাদ আলীকে (৩৫) ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ সাহিদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটককৃতকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম