শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে আটককৃতকে কোর্টে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় খিলা ফাঁড়ির পুলিশ। এ সময় আহমদনগর গ্রামের নূরুল ইসলামের পুত্র মোঃ সেলিমের (৩৮) দেহ তল্লাশী করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটককৃতকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/