শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত ৪ মাস পূর্বে জোড়া খুনের ঘটনায় খুন হন নূরুল আমিন (৬৯)ও তার স্ত্রী কামরুন্নাহার (৫৯)। এ ঘটনাটি ব্যাপক তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার কর্মকর্তারা এ ঘটনাটি উদঘাটন করে এবং ৩জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ বিষয়টি গনমাধ্যমকে জানাতে চাঁদপুর জেলা পুলিশ বু্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এ’পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভিন শনিবার (২৩ অক্টোবর) রাতে শহরের বাবুরহাট এলাকার(পিবিআই) কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেছেন।
প্রেস ব্রিফিং এ’তিনি জানান,আমরা দায়িত্ব পাওয়ার পর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনায় চুরি হওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে এলাকার চিহ্নিত চোর মো: আবদুল মালেক(৩৪)কে জেলাধীন শাহরাস্তি উপজেলার মেহের ঘুঘূসাল গ্রাম থেকে আটক করি।
তার স্বীকার উক্তি অনুযায়ী পরবর্তীতে অপর আসামী সাবেক পুলিশ সদস্য(স্থানীয় একজন জন প্রতিনিধির স্বামী) মো: ইলিয়াছ হোসেন(৫৩)কে ঝালকাঠি জেলার গাবখান এলাকা থেকে ও মো: বশির(৪৫)এর বাড়ি বরিশাল জেলার চরবাড়ীয়া গ্রামে হলেও তাকে চট্রগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরে তাদেরকে শনিবার আদালতে পাঠালে আদালত তাদের জবানবন্দী শেষে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। চাঁদপুর জেলা পুলিশ বু্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এ’পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভিন আরো জানান,নিহত গৃহকর্তা নূরুল আমিন(৬৯),এ’লাশ গত ১ জুলাই নাওড়া তার নিজবাড়ীর ছাদ থেকে উদ্বার করা হলেও প্রকৃত পক্ষে তাকে ২৯জুন ২০২১ তারিখ রাতে হত্যা করা হয়। এ সময় তারস্ত্রী কামরুন্নাহার(৫৯)কে আহত রক্তাক্ত অজ্ঞান অবস্থায় ঘরের ফ্লোরের উপর থেকে উদ্বার করে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুলাউ তিনি ঢাকায় মারা যান।
এ ঘটনায় গত ১ জুলাই নিহতের এক মাত্র ছেলে মো: জাকারিয়া প্রকাশ বাবু বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২,তারিখ:-১ জুলাই ২০২১। পিবিআই এ’পক্ষ থেকে মামলাটি তদন্ত করেন পুলিশ পরিদর্শক (নি:) মো: কবির আহমেদ।
চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার পৌরসভায় নিজ বাড়িতে গত ৪মাস পূর্বে খুন হন গৃহকর্তা নূরুল আমিন(৬৯)ও তার স্ত্রী কামরুন্নাহার(৫৯)। এ ঘটনাটি শাহরাস্তি থানার পুলিশ দীর্ঘদিন চেস্টা করে উদঘাটন করতে না পারায় এ দায়িত্ব অর্পিত হয় চাঁদপুর জেলা পুলিশ ব্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ’উপর। তারা গত ৪মাস পূর্বে খুন হওয়ার পর ব্যাপক তদন্ত সাপেক্ষে একটি চুরি হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে চাঁদপুর জেলা পুলিশ ব্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ খুনের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।
অবশেষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের আমিন দম্পতি খুনের রহস্য উদঘাটন করেছে পিবিআই। গত ৪ মাস পূর্বে নিজ বাড়িতে খুন হন এই দম্পতি। চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে খুনিকে সনাক্ত করা হয়। উদ্বার করা হয় খুনে ব্যবহার করা রডটি।
পিবিআইএর হাতে আটককৃত আবদুল মালেক খুনের কথা শিকার করেছে বলে জানিয়েছে পিবিআই। সে শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের আবদুর রব ও রেজিয়া বেগমের ছেলে।
মালেক এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা। খুনি গ্রেফতার হওয়ায় এলাকায় সস্বির নিঃশ্বাস আসে। এর আগে সন্দেহভাজন জিসেবে জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশ। সেই সময় মামলার তদন্তের স্বার্থে তখন পুলিশ কিছুই বলতে রাজি হননি।
৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন তালুকদার বলেন, মূলত মালেক এলাকার ছিঁচকে চোর। গত ২৯ জুন নাওড়া গ্রামের অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো নুরুল আমিনের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে। চুরি করার এক পর্যায়ে মালেক ধরা পড়ে গেলে নুরুল আমিন ও তার স্ত্রী কামরুন নাহারের মাথায় আঘাত করে হত্যা করার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই নুরুল আমিন মারা যায় এবং তার স্ত্রী কামরুন নাহারকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান কামরুন নাহার ।
সুজন তালুকদার আরো বলেন, পিবিআই প্রকৃত খুনিকে আটক করায় আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার রাতে পিবিআই মালেককে সাথে নিয়ে দম্পতির বাড়িতে হাজির হয়। ওই সময় মালেকের জবানবন্দির ভিত্তিতে পুকুর থেকে খুনে ব্যবহৃত রড উদ্ধার করা হয়।
উল্লেখ্য, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে পৌরসভার ৪নং ওয়ার্ডের নাওড়া গ্রামে বাড়ি তৈরি করে বসবাস করে আসছেন মৃতঃ আঃ মজিদের পুত্র নিহত নুরুল আমিন। তিনি ৫/৬ বছর আগে কুমিল্লার লাকসাম উপজেলা সমাজসেবা কার্যালয় হতে অবসরে যান। স্ত্রী কামরুন নাহার পার্শ্ববর্তী কুমিল্লা জেলার বরুড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে অবসর জনিত ছুটিতে রয়েছিলেন। নিহত দম্পতির ১ পুত্র ও ৩ কন্যা সন্তান রয়েছে। গত ১ জুলাই দুপুরে নিজ বাড়ির ছাদ হতে নুরুল আমিনের (৬৯) লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয় স্ত্রী কামরুন নাহারকে (৫৯)। ঘটনার দিন নিহত দম্পতির পুত্র মো জাকারিয়া বাবু অজ্ঞাতদের আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ফম/এমএমএ/