শাহরাস্তির গঙ্গারামপুরে যুবসমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল  

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুরে যুবসমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে গঙ্গারামপুরে জামে মসজিদের সামনে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ভারতের জৈনপুরের প্রখ্যাত আলেম আলহাজ্ব হযরত মাওলানা নেহাল আহমেদ আতেকী সাহেব, প্রধান বক্তার বয়ান পেশ করেন টেলিভিশনের ইসলামি ভাষ্যকার মাওলানা মোঃ সাইদুল ইসলাম মাসুদ । গঙ্গারামপুর জামে মসজিদের সভাপতি হাজী মোঃ গাজীউল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস শহিদ উল্যাহ, পাঁচথুবী আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা হেদায়েত উল্যাহ, লাকসাম ইক্বরা হিফজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ আবুল খায়ের।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসাইন,  শাহআলম ব্যাপারী, সিরাজুল ইসলাম ভেন্ডার, হুমায়ুন কবি টিপু, আবুল কাশেম ভেন্ডার, কামরুল ইসলাম প্রমুখ।
মাহফিল পরিচালনা  করেন খোরশেদ আলম মিয়াজি, ও মোতাহের হোসেন রাসেল।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম