শাহরাস্তিতে ৮৪ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ মেহের ডিগ্রি কলেজ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী এ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
মেহের ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মাঈনুদ্দীন আহমেদ (ইকবাল) এর সভাপতিত্বে  সদস্য আজগর হোসেন মিয়াজির সঞ্চালনায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির উপদেষ্টা আক্তার হোসেন পাটোয়ারী, কলেজ গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক এ এস এম মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
মেহের ডিগ্রি কলেজ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী, এলাকাবাসীর পক্ষে মোজাম্মেল হক পাটওয়ারী, মেহের ডিগ্রি কলেজ কৃতি শিক্ষার্থীদের পক্ষে সামিয়া আলম, সূচীপাড়া ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুসরাত জাহান।
প্রোগ্রামের শুরুতে অতিথি ও কৃতি শিক্ষার্থীদেরকে মেহের ডিগ্রি কলেজ এর পক্ষে ফুল দিয়ে বারন করা হয়।
উক্ত আয়োজনে শাহরাস্তি উপজেলার ৬টি কলেজ ও ৭টি মাদ্রাসার ৮৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম