
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ অক্টোবর)তাদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের সময় থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার ঠাকুর বাজার নিউ আমানীয়া হোটেলের পূর্ব পাশে টিনসেড বিল্ডিংয়ের ভিতর অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলোঃ পৌরসভার নিজমেহার গ্রামের আনোয়ার হোসেনের পুত্র শরীফ হোসেন(২৪), মৃত আমিনুল হকের পুত্র মোঃ জাকির হোসেন (৪৩), শ্রীপুর গ্রামের মৃত ছফিউল্যার পুত্র জিলান হোসেন (৩১), চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামের শামসুল হক মোল্লার পুত্র মোঃ নুর আলম (৪০), মুসলিম মিয়ার পুত্র ইউসুফ (৪০), সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামের আব্দুর রশিদের পুত্র মোঃ মিজান (২৮) ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামের মোঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ ফারুক (৪৫)।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, গ্রেফতার জুয়াড়িদের আদালতে সোপার্দ করা হয়েছে।
ফম/এমএমএ/