শাহরাস্তিতে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে অভিযান দুটি পরিচালিত হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টায় সদ্য যোগদানকৃত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহদী হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজাসহ বরিশালের গৌরনদী উপজেলার পিমলাকাঠি গ্রামের পশ্চিম পিঙ্গলাকাঠি শিকদার বাড়ীর জাহাঙ্গীর শিকদারের পুত্র মোঃ তপু শিকদার প্রকাশ তরিকুলকে (২২) গ্রেফতার করেছে।

সকাল ৯ টা ১০ মিনিটে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার দোয়াভাঙ্গা সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ বরিশালের গৌরনদী উপজেলার পিমলাকাঠি গ্রামের পশ্চিম পিঙ্গলাকাঠি হাওলাদার বাড়ীর মৃতঃ গিয়াস হাওলাদারের পুত্র মাছুম হাওলাদারকে (২০) গ্রেফতার করেছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপার্দ করা হয়েছে।

ফম/এমএমএ/ফয়েজ/