
চাঁদপুর: শাহরাস্তিতে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক (এএসআই) মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ভিংরা গ্রামের মমিনুল হক পাটওয়ারীর পুত্র সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার একটি দণ্ডাদেশ রয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/