শাহরাস্তিতে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ৬ কেজি গাঁজাসহ ১ যুবককে  গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৯ আগষ্ট)  দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক জনি কান্তি দে, সহকারী উপ-পরিদর্শক মোঃ মাইন উদ্দিন, মোঃ কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স শাহরাস্তি গেইট (দোয়াভাংগা)  এলাকায় অভিযান চালায়।  ওই সময় বাগেরহাটের মোরেলগঞ্জ থানার তেলিগাতী গ্রামের সাফারী গাজী বাড়ির গাজী মোজাহের আলীর পুত্র গাজি মনির হোসেনকে (৪৩) তল্লাশি করে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গ্রেফতার গাজী মনির হোসেন দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছে। সে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে জব্দকৃত গাঁজা নিজ হেফাজতে রেখে বহন করছিল। তার বাড়ি বাগেরহাটে হলেও সে চট্টগ্রাম পোর্টের ফকিরহাট বেচাশাহ রোড এলাকার মছদ আলীর ঘরে ভাড়া থাকেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম