শাহরাস্তিতে ৪ কেজি গাঁজাসহ পটুয়াখালীর যুবক গ্রেফতার

শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তিতে ৪ কেজি গাঁজাসহ পটুয়াখালীর যুবক জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯) জুন বেলা সাড়ে ১১টার সময় তাকে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ঘটনার সময়  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ মহসীন ভুঁইয়া ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় চেকপোস্ট বসায়। ওই সময় একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ পটুয়াখালী জেলার সদর উপজেলার জৈনকাঠি গ্রামের আলী আকবরের পুত্র জহিরুল ইসলাম কে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।  গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম