শাহরাস্তিতে ৪ করাতকল মালিককে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে নির্ধারিত জায়গার বাইরে রাস্তার ওপর গাছের গুড়ি রেখে জনভোগান্তি সৃষ্টির দায়ে ৪ করাতকল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটক মো. ইয়াসির আরাফাত।

তিনি বলেন, শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে বিভিন্ন করাতকলে অভিযান পরিচালনা করা হয়। করাতকলের জন্য নির্ধারিত জায়গার বাইরে রাস্তার উপর গাছের গুড়ি রেখে জনভোগান্তি সৃষ্টির দায়ে চারটি করাতকলের মালিককে মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে তাদেরকে পরবর্তী সময়ের জন্য সতর্ক করে দেয়া হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম