
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ৪০ বোতল ফেনসিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় উপজেলার দোয়াভাঙ্গা বাস স্টপেজে কুমিল্লা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী রিলাক্স পরিবহনে (ঢাকা মেট্টো ব ১৪-৬৯৩৮) তল্লাশি চালিয়ে ওই বাসের ২ যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ বাজারের পেছনের বাড়ির মৃত কামাল মিয়ার পুত্র মোঃ ফরহাদ হোসেন (২২) ও একই এলাকার দক্ষিণ পাড়া চৌধুরী বাড়ির সুমন মিয়ার পুত্র মোঃ আরিফ (১৯)। পুলিশ আরও জানায় তল্লাশি চলাকালে আটককৃতদের সাথে থাকা একই এলাকার তাবলীগের পুত্র অপু (২০) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রোকন উদ্দিন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
ফম/এমএমএ/