শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের পৃথক অভিযানে ৩ নারীসহ আদালতের গ্রেফতারী পরোয়াণাভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে তাদের আদালতে সোপার্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের মৃতঃ আঃ রশিদের পুত্র তছলিম মিয়া, সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ বোরহান উদ্দিন, একই ইউনিয়নের সূচীপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র শাহজাহান, শহিদ উল্যাহর পুত্র রবিউল, শাহাজান মিয়ার স্ত্রী বিলকিছ বেগম, রবিউলের স্ত্রী নাছিমা বেগম ও কবির হোসেনের স্ত্রী শেফালী।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/