শাহরাস্তিতে ৩ জুয়াড়ি গ্রেফতার 

শাহরাস্তি (চাঁদপুর):  চাঁদপুরের শাহরাস্তিতে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টায় উপ-পরিদর্শক (এসআই) শেখ কামাল উদ্দিন ফোর্সসহ উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের পাটোয়ারী বাড়ীর পূর্ব পার্শ্বে খাল পাড়ে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ইছাপুরা কালা গাজী বাড়ির মোঃ তাজুল ইসলামের পুত্র  ছেরাজুল ইসলাম (৩৪) একই গ্রামের হাজী বাড়ির মৃতঃ আবু হানিফের পুত্র মোঃ সম্রাট (২৩) ও ওয়ারুক মিজি বাড়ির মুকবুল হোসেনের পুত্র মোঃ আল আমিন (২৫)।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান গ্রেফতারকৃতদের জুয়া আইনের ০৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম