শাহরাস্তিতে ১০ ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভা শনিবার থেকে শুরু 

শাহরাস্তি (চাঁদপুর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ইউনিয়ন পর্যায়ের বর্ধিত সভা। আগামী এক সপ্তাহে উপজেলার ১০ টি ইউনিয়নে এসব সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

উপজেলা আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়,  শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় রায়শ্রী উত্তর ইউনিয়ন, বিকেল সাড়ে ৩ টায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, ২৪ অক্টোবর সকাল ১০টায় মেহার উত্তর ইউনিয়ন, বিকেল সাড়ে ৩ টায় মেহার দক্ষিণ ইউনিয়ন, ২৭ অক্টোবর সকাল ১০টায় চিতোষী পূর্ব ইউনিয়ন, বিকেল সাড়ে ৩ টায় চিতোষী পশ্চিম ইউনিয়ন, ২৮ অক্টোবর সকাল ১০টায় টামটা উত্তর ইউনিয়ন, বিকেল সাড়ে ৩ টায় টামটা দক্ষিণ ইউনিয়ন, ৩০ অক্টোবর সকাল ১০টায় সূচীপাড়া উত্তর ইউনিয়ন ও বিকেল সাড়ে ৩ টায় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

এসব সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পর্যায়ে সকল সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভাগুলোর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তালিকা করা হবে। সেসব তালিকা উপজেলা থেকে জেলা সংগঠনের মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করা হবে। সেখান থেকে কেন্দ্র নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন দিবে।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম