চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামে সড়কে চলাচলকারী ও ফসলি জমি বিনষ্টকারী ট্রাক্টর চালকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ব্যতীত ট্রাক্টর চালনা এবং গ্রামীণ সড়ক বিনষ্ট করার অপরাধে সড়ক পরিবহন আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
দণ্ডপ্রাপ্ত চালকের নাম মো. কামাল। তিনি উপজেলার শোরসাক গ্রামের মৃত জুলফে আলীর ছেলে।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ট্রাক্টর মালিক ও চালকদের ট্রাক্টর চালানো থেকে বিরত রাখতে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে ফসলি জমি ও মাটি রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ফম/এমএমএ/