শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে কম্বল নিয়ে বিভিন্ন এতিমখানায় ছুটে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে পৌরসভার কাজিরকামতা আল আমিন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় তিনি নিজে এতিমদের হাতে কম্বল তুলে দেন।
এছাড়া ওইদিন সন্ধ্যায় তিনি নিজ কার্যালয়ে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর শামছুল উলুম এতিমখানা ও গুলপুরা হাবিবীয়া এতিমখানার ৩৫ জন শিশুর মাঝে কম্বল বিতরণ করেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে শাহরাস্তি উপজেলায় শীতার্তদের মাঝে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত কম্বল বিতরনের জন্য রাস্তাঘাটে বিভিন্ন ছিন্নমূল মানুষ, সরকারী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ভূমিহীন ও গৃহহীন মানুষ এবং বিভিন্ন এতিমখানায় বসবাসকারী শিশুদের কাছে ছুটে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।এসময় শিশুদের মাঝে ফল কিনে দেয়ার জন্য নগদ অর্থ বিতরণ করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, উপজেলায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে ৪ হাজার ৪ শ’ ৭০ টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ৪ শ’ ৭০ টি কম্বল পৌরসভায় দেয়া হয়েছে। ১০ টি ইউনিয়নে কিছু কম্বল বিতরণ করা হয়েছে। ছিন্নমূল মানুষ, সরকারী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী জনগন ও বিভিন্ন এতিমখানায় আমি নিজে সরাসরি কিছু কম্বল বিতরণ করছি। তিনি আরও জানান, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে কিছু নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে যা দিয়ে আরও কম্বল, সোয়েটার, জ্যাকেট ও মোজা বিতরণ করা হবে।
ফম/এমএমএ/