শাহরাস্তিতে শিশু যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার -১

শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তিতে এক মাদ্রাসা ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে শহিদ উল্লাহ (৫৫) নামের একজনকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর দুপুরে ভিকটিম  (০৯) ল বলশীদ মিয়াজি বাড়ির জামে মসজিদে যোহর নামাজ পড়তে গেলে শহিদ উল্লাহ শিশুটিকে নামাজের পরে পানি এনে দেয়ার কথা বলে। এসময় অভিযুক্ত শহিদ ইমাম সাহেবের অনুপস্থিতে তার কক্ষে নিয়ে শিশুটিকে বলাৎকার করে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি খুলে বললে বিষয়টি এলাকার গণ্যমান্য লোকদের জানান এবং শিশুটিকে শাহরাস্তি উপজেলা হাসপাতালে নিয়ে গেলেও সংকটাপন্ন অবস্থা দেখে চাঁদপুর সরকারী হাসপাতালে নিয়ে যান।
ভিকটিমের পরিবার জানান, মামলার আসামী শহিদ উল্যাহ স্থানীয় মীমাংসার চেষ্টা করে ক্ষমা চেয়ে বিষয়টি ধামা চাপা দিতে চেয়েছিলো।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম